১০ বছর বয়স থেকেই আমাদের চিন্তা করতে হবে ক্যারিয়ার নিয়ে !
কি আমার কথা বিশ্বাস হচ্ছে না ? জী আপনি সঠিক পড়ছেন , এমনটাই বলছেন পৃথিবীর নানা জ্ঞানী গুনি শিক্ষা ও শিশু মন বিজ্ঞানীরা।
বলুনতো একটি বাচ্চা কখন স্কুলে যায় , আর ১০ বছরে তার শিক্ষাগত অবস্থানই বা কোথায় থাকে ?
সাধারনত ৪ থেকে ৫ বছর বয়সে একটি শিশু শুরু করে তার স্কুল জীবন। আর ১০ থেকে ১৩ তে সে চলে যায় হাইস্কুলে ।
আর এই সময়টাতেই তাকে পরিস্কার হতে হবে , সে কি করবে তার সাম্নের ভবিষ্যতে । তাই তাকে প্রাইমারির শেষ থেকে হাইস্কুলের শুরুতেই দিতে হবে স্পেসাল কাউন্সিলিং যা তার ক্যারিয়ার নিয়ে সপ্ন ধাপে ধাপে গড়ে তুলতে সাহায্য করবে ।
সে বুঝে যাবে কি করতে সে বেশি সাচ্ছন্দ বোধ করে অথবা কোন কাজ করতে সে বেশী মজা পায়। আর কাজ যদি হয় আনন্দের, তাহলে ক্যারিয়ারে সফলতা হয়ে যাবে অনেকটাই নিশ্চিত।
আপনার শিশুকে নিজে বুঝুন এবং তার বন্ধু হবার চেষ্টা করুন । আজকের শিশু বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ ।

Post a Comment